সিলেটে চলছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম

সিলেটের দক্ষিণ সুরমায় শিক্ষার্থীদের ধাপে ধাপে দেওয়া হচ্ছে মহামারি করোনাভাইরাসের টিকা।
সিলেটে চলছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম

ইতোমধ্যে অনেক শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।

মাহফুজুর রহমান উজ্জ্বল নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "আমি ভ্যাক্সিন দিতে পেরে খুব খুশি। কেননা বর্তমানে যে হারে করোনা  বাড়ছে তাতে করে আমাদের ভ্যাক্সিন দেওয়া অনেকটা জরুরি হয়ে পড়েছে।"

খাদিজা বেগম নামে আরেক শিক্ষার্থী বলে, "মহামারির প্রকোপ বাড়ায় আমি উদ্বিগ্ন তবে টিকা গ্রহণ করে কিছুটা নিরাপদও বোধ করছি।"

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুলের সকল ছাত্রছাত্রী অধির আগ্রহে ছিল টিকা দেওয়ার জন্য। তারা সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করেছে। তারা সবাই খুশি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com