Published: 2022-01-26 22:05:32.0 BdST Updated: 2022-01-26 22:24:57.0 BdST
প্রচণ্ড শীতের কারণে রিকশার হ্যান্ডেল ধরে রাখতে পারেন না বলে হ্যালোকে জানালেন ৬৮ বছর বয়সী সিরাজুল ইসলাম।তিনি বলেন, "হাত শক্ত হয়ে আসে। রিকশার হ্যান্ডেল ধইরা থাকতে পারি না।"
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সংসার চলে তার রোজগারের টাকায়। কিন্তু বয়স হয়ে যাওয়ায় প্রায়ই অসুস্থ থাকেন বলে জানালেন।
দিনমুজরের কাজ করতেন আকবর মিয়া। কয়েকদিন ধরে তার কোনো কাজ নেই।
তিনি হ্যালোকে বলেন, “ হুট করে শীত পড়ছে। বুড়া মানুষ কামাই তো করতে পারতেছি না। ঘর থেকে বাইর হইতে পারতেছি না। সরকার কোনো সাহায্যও করে না। কোনো শীতের কাপড়ও পাই নাই।”
বিশ বছর ধরে ভ্যান চালান ছমির উদ্দিন। প্রচণ্ড শীতে ভ্যান নিয়ে বের হলেও কোনো যাত্রী পান না বলে জানালেন। কুয়াশায় ঠিকমত দেখতেও পান না চোখে।
তিনি হ্যালোকে বলেন, “বাতাসের কারণে ঠাণ্ডা বেশি পড়ছে। কোনো কাজ কাম নাই। বইসাই থাকি।"
চুক্তিতে শহর থেকে মালামাল আনা নেওয়া করতেন সুলেয়মান নামের এক ব্যক্তি। কিন্তু কয়েক দিনের শীতে এখন সেই কাজও বন্ধ।
তিনি হ্যালোকে বলেন, “কোনো কাম কাজ নাই। যে কুয়াশা পড়ছে। কী করমু? কেমনে চালামু সংসার।"
বন্যায় ভাসছে সুনামগঞ্জ
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ধান কুড়িয়ে আয়
বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে হাওরের মাঠে পড়ে থাকা ধান কুড়িয়ে আয় করে অনেক শিশু।
সিলেটে বন্যায় বিপর্যস্ত শিশুরা
পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুরা।