'টিকা গ্রহণের পর সুরক্ষিত লাগছে'

মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নিজেকে সুরক্ষিত লাগছে বলে জানিয়েছে  মৌলভীবাজারের বড়লেখার সুমাইয়া হাবিবা নামের এক শিক্ষার্থী। 
'টিকা গ্রহণের পর সুরক্ষিত লাগছে'

বড়লেখা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে চলছে টিকা কার্যক্রম। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ধাপে ধাপে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।

হাবিবা বলে, "আমার পরিবারের সবাই আগে ভ্যাকসিন নিয়েছেন। আমি গতদিন নিলাম এখন আমি দেশের একজন মোটামুটি সুরক্ষিত নাগরিক।"

২৯ ডিসেম্বর এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

তাহমিদ জামান নাবিল নামে এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "আজ আমি ভ্যাকসিন নেওয়ার পর মনে হচ্ছে আমি করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সামান্য হলেও প্রস্তুত আছি। আমি অনেক আনন্দিত।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com