নোয়াখালীতে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

নোয়াখালীতে দুই দিনব্যাপী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।
নোয়াখালীতে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কন্দার কচি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল।

এ সময় তিনি বলেন, “এই কর্মশালার মাধ্যমে শিশুরা সাংবাদিকতা শিখে শিশুদের বিভিন্ন বিষয়ে সংবাদ করবে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। নিজেদের অধিকারগুলো আদায় করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে শিশুদের ভূমিকা থাকা প্রয়োজন।”

শিশু সাংবাদিক মাহিম তাজওয়ার অর্পণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা সমন্বয়ক আবু নাছের মঞ্জু। মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হ্যালোর ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেয় সফি উদ্দিন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন থেকে ২০ জন শিশু অংশগ্রহণ করে।

দুই দিন ব্যাপী এই কর্মশালায় শিশু অধিকার, সংবাদ লেখার কৌশল, ভিডিও সংবাদ এবং মোবাইল ফোনে ভিডিও সংবাদ তৈরির ধারণা দেওয়া হবে। বৃহস্পতিবার কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com