ছবি আঁকলে মন ভালো থাকে (ভিডিওসহ)

ছবি আঁকতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যিনি আঁকতে পারেন না তিনিও রঙ-পেন্সিল পেলে আঁকিবুকি করার চেষ্টা করে থাকেন।
ছবি আঁকলে মন ভালো থাকে (ভিডিওসহ)

তাই এই চিত্রাঙ্কনকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে ১৬ বছর বয়সী কিশোরী তাসকিন আহমেদ।

নারায়ণগঞ্জের একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া তাসকিন ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভিষণ পছন্দ করে। স্কুল ভিত্তিক বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরষ্কারও জিতেছে সে।

তাসকিন বলে, "ছোটবেলা থেকেই ছবি আঁকার চেষ্টা করি। যখন ক্লাস ফোরে পড়ি তখন শুভ্র কুমার রয় স্যারের কাছে ছবি আঁকার শুরু হয়। তার অনুপ্রেরণায় আমি ছবি আঁকার প্রতি ঝুঁকে পড়ি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করি।"

ছবি আঁকা নিয়ে তার তেমন কোনো পরিকল্পনা না থাকলেও মন ভালো রাখার জন্য সব সময়ই ছবি আঁকতে চায় তাসকিন।

তাসকিন বলে, "ছবি আঁকা নিয়ে ভবিষ্যতে তেমন কোনো পরিকল্পনা নেই। তবে এটা জানি, যাই করি না কেন, ছবি আমি এঁকেই যাব। ছবি আঁকায় নিজের সব চিন্তা ভাবনা উজাড় করে দেওয়া যায় সহজেই। ছবি আঁকায় ভুল বলে কিছু নেই। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com