মৌলভীবাজারে হ্যালোর কর্মশালা

মৌলভীবাজারে হয়ে গেল শিশু সাংবাদিকতার দু'দিনব্যাপী কর্মশালা। 
মৌলভীবাজারে হ্যালোর কর্মশালা

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশিদারিত্বে কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম।

উপজেলা কৃষি অফিসে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। শেষ দিনে সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপনী ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কর্মশালায় শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্ম্পকে আলোচনা করা হয়। এছাড়াও মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 
প্রশিক্ষক হিসেবে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারি মাল্টিমিডিয়া প্রযোজক আল হাসান রাকিব এবং হ্যালোর জেলা তত্বাবধায়ক বিকুল চক্রবর্তী।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রজ্জ্বল প্রিয় হ্যালোকে বলছিল, "এখানে এসে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। শিশু সাংবাদিকতা এবং শিশু অধিকার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে।"

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমিত পাল বলে, "শিশু সাংবাদিকতার অনেক বিষয় জানতে পেরেছি এই কর্মশালা থেকে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com