ধীরে ধীরে পার্কে শিশুর আনাগোনা বাড়ছে (ভিডিওসহ)

মহামারি পরিস্থিতির জন্য দীর্ঘ দিন বন্ধ থাকার পর শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শেরপুর সদর উপজেলার জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ দারোগ আলী পৌর পার্কটি। ধীরে ধীরে সেখানে বাড়ছে শিশুদের পদচারণাও
ধীরে ধীরে পার্কে শিশুর আনাগোনা বাড়ছে (ভিডিওসহ)

সম্প্রতি পার্ক ঘুরে শিশুদের সঙ্গে কথা বলে হ্যালো।

মায়ের সাথে সপ্তাহে দুই থেকে তিন দিন এই পার্কে ঘুরতে আসে সাত বছর বয়সী সায়েম। সে হ্যালোকে বলে, “এখানে এসে বিভিন্ন রাইডে চড়ি, আমার খুব ভালো লাগে। আমরা যখনই টাইম পাই তখনই আসি।”

বন্ধুদের সাথে প্রায়ই এ পার্কে ঘুরতে আসে তের বছর বয়সী  রায়হান।

সে হ্যালোকে বলে, “এখানে এসে আমরা বন্ধুরা মিলে মজা করি। বিভিন্ন খাবার খাই।”

ছোট মেয়েকে সাথে করে প্রায়ই এ পার্কে ঘুরতে আসেন সোমা সাহা নামের এক অভিভাবক।

তিনি হ্যালোকে বলেন, “এখানে মেয়েকে নিয়ে আসি। দোলনায় চড়ে, আনন্দ করে। পার্কটা একটু ছোট। আরেকটু বড় হলে ভালো হতো।”

করোনাভাইরাসের প্রকোপ কমে গেলেও বাড়তি সতর্কতা মেনেই পার্ক পরিচালনা করছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।

এ পার্কে শিশুদের জন্য রয়েছে হাতির ভাস্কর্য, দোলনা, ব্যালেন্স বার, নাগর দোলাসহ বেশ কিছু রাইড।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com