নারায়ণগঞ্জে শেষ হলো হ্যালোর কর্মশালা

নারায়ণগঞ্জে সনদ বিতরণের মধ্য দিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।
নারায়ণগঞ্জে শেষ হলো হ্যালোর কর্মশালা

সোমবার সকালে সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময় তিনি বলেন, "শিশুদের চোখে আমাদের বাংলাদেশের সমস্যাগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ এই উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ ও স্বাগত জানাই। সাংবাদিকতায় শুধু সমস্যা তুলে ধরা নয়, সম্ভাবনা, ভালোবাসা ও ভালোলাগার বিষয়ও হতে পারে। এই বিষয়গুলোর উপস্থাপন করার প্রশিক্ষণ তোমরা গ্রহণ করলে। প্রশিক্ষণের জ্ঞান থেকে একটি বিষয়কে সুন্দর করে লিখতে পারবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মার্জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা।

কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী প্রযোজক আফরিন নাহার মিম, ইমরান হাসান রাকিব, ইশরাত জাহান মনিকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com