স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস (ভিডিওসহ)

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সারাদেশের মতো ঠাকুরগাঁও সুগার মিল হাই স্কুলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, স্কুলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাস্ক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষক সবাই মাস্ক পরিধান করে স্কুলে আসছেন। এছাড়া সামাজিক দূরত্ব মেনেই আসন বিন্যাস করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পেরে নিজেদের নিরাপদ ভাবার পাশাপাশি অনেকদিন পর আবার নিয়মিত স্কুলে আসতে পারায় খুশি শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি হ্যালোকে বলে, “এত দিন পরে স্কুলে আসে সকল বন্ধুদের এক সাথে পেয়ে আমরা খুব আনন্দিত। ক্লাস করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ক্লাস করছি।”

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, “আবার ক্লাস করতে পারছি এতেই খুব খুশি লাগছে আমাদের। আমরা স্বাস্থ্যবিধি মেনেই প্রতিদিন ক্লাস করছি।”

সন্তানদের স্বাস্থ্য সচেতন করতে অভিভাবকদের অনুরোধ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সুবহা বলেন, “অভিভাবকদের প্রতি আমার অনুরোধ তারা যেন তাদের সন্তানদের সুরক্ষা বিধি সম্পর্কে সচেতন করেন। সকলের সহযোগিতায় আমরা পাঠদান পরিচালনা করতে চাই।”

স্কুলের প্রধান শিক্ষক মো. সারোয়ারে খোদা হ্যালোকে বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল খোলার পর স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে সকল শিক্ষকদের ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করা হয়েছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com