সুবিধাবঞ্চিতদের জন্য ‘টোকাই সমিতি’ (ভিডিওসহ)

রাজধানীর বাসাবোর আট দুঃস্থ পরিবারের সন্তানদের চিকিৎসা ও শিক্ষা খরচের দায়িত্ব নিয়েছে টোকাই সমিতি নামের একটি সংগঠন।
সুবিধাবঞ্চিতদের জন্য ‘টোকাই সমিতি’ (ভিডিওসহ)

মহামারিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পরিবারের সন্তানদের পড়ালেখা যাতে না থেমে যায়, সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করার পরিকল্পনা নেয় টোকাই সমিতি।

মাদরাসা পড়ুয়া সন্তানের পড়ালেখার খরচ পাওয়ায় আনন্দিত কলি হাওলাদার। তিনি বলেন, “আমার ছেলেটা ঠিকমতো লেখাপড়া করতে পারবে। চিকিৎসা খরচটা পাবে, অনেক সুবিধা হইতেছে টোকাই সমিতির থেকে।”

টোকাই সমিতির সহ-প্রতিষ্ঠাতা জুয়েল রায়হান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসহায়, দুঃস্থ ছাত্রছাত্রী যারা পারিবারিক ব্যাকগ্রাউন্ডের জন্য সাউন্ডলি পড়াশোনা করতে পারে না আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই প্রকল্পের মাধ্যমে অসংখ্য বাচ্চাদের মৌলিক অধিকার নিশ্চিত করা যাবে।”

ছাত্রাবস্থায় নিম্নআয়ের মানুষের জন্য কিছু করার প্রত্যয় থেকে প্রতিষ্ঠা করা হয়েছিল 'টোকাই সমিতি'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী মিলে এটি তৈরি করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com