প্রতীকী মেয়র হ্যালোর ইমা

ফেনী জেলায় এক ঘণ্টার প্রতীকী মেয়রের দ্বায়িত্ব পালন করল হ্যালোর শিশু সাংবাদিক মাহবুবা তাবাসসুম ইমা।
প্রতীকী মেয়র হ্যালোর ইমা

কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে গার্লস টেকওভার। এই আয়োজনের ধারাবাহিকতায় ফেনী জেলাতেও আয়োজন করা হয় গার্লস টেকওভারের; যেখানে এক ঘণ্টার জন্য মেয়রের দ্বায়িত্ব পালন করে দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী।

পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ফেনীর মেয়র নজরুল ইসলাম স্বপ্ন মিয়াজী তার দায়িত্ব বুঝিয়ে দেন এই কিশোরীকে।

প্রতিকী মেয়র ইমা কিশোরীদের নানা সমস্যার কথা তুলে ধরে এগুলো বন্ধের সুপারিশ করে। এ সময় বাল্যবিয়ে এবং নারী হয়রানী বন্ধে জোর তাগিদ দেয় এই শিক্ষার্থী। পাশাপাশি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধেরও দাবি জানায় সে।

শিশু অধিকারের কথা তুলে ধরে ইমা বলে, “শিশুর নিরাপদে জন্মগ্রহণ ও বাঁচার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।”

তার সকল সুপারিশ আমলে নেওয়ার আশ্বাস দিয়েছেন ফেনীর বর্তমান মেয়র।

এক ঘণ্টার প্রতীকী মেয়রের দ্বায়িত্ব পালন কালে ইমা বলে ভবিষ্যতে সে দেশের প্রধানমন্ত্রী হতে চায়। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করে এই শিশু সাংবাদিক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com