ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সপ্তাহ পালন (ভিডিওসহ)

'শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সপ্তাহ পালন (ভিডিওসহ)

এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এসে শিশুরা তাদের বিভিন্ন অধিকার সম্পর্কে নানা ধারণা পেয়েছে বলে মনে করে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে আতিয়া।

সে হ্যালোকে বলে, “আমি আমার অধিকার সম্পর্কে এখান থেকে অনেক কিছু জেনেছি।”

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুপা আক্তার হ্যালোকে বলে, “শিশু দিবস শিশুদের জন্য উদযাপিত একটি দিন। বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটি পালন করা হয়। শিশু সপ্তাহ থেকে আমি আমাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি।”

প্রাপ্তি সারোয়ার পড়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।  শিশু অধিকার সপ্তাহ থেকে কী জানতে পেরেছে জিজ্ঞেস করলে বলে, "এখানে এসে আমি শিশুর অধিকার সম্পর্কে জেনেছি, জেনেছি শিশুদের প্রতি বড়দের আচরণ কেমন হওয়া উচিত।

"এছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কেও অনেক কিছু জেনেছি। আর এখানে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে আমি খুশি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com