অনলাইন ব্যবসা, আয় করছে শিশুও (ভিডিওসহ)

বগুড়ায় ইন্টারনেটের সুফলকে কাজে লাগিয়ে দুই বছর ধরে অনলাইনে ব্যবসা করছে আব্দুল্লাহ নামের এক কিশোর।
অনলাইন ব্যবসা, আয় করছে শিশুও (ভিডিওসহ)

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সদর উপজেলার বিদ্যুৎ নগর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

সমবয়সীদের অনেকেই যখন ভিডিও গেইমে আসক্ত তখন সে অনলাইনে ব্যবসা করে পরিবারকে সহযোগিতা করছে। পরিবারও খুশি তার এই ব্যবসায়।

দুই বছর আগে অনলাইনে আয়ুপস বিডি নামে একটি ফেইসবুক পেইজ খুলে কাপড়, মাস্ক, টি-শার্ট, ঘড়ি ও কাস্টমাইজ মগসহ নানা জিনিস বিক্রি শুরু করে। এখন একটি শো রুমও রয়েছে তার।

আব্দুল্লাহ হ্যালোকে বলে, "ছোট থেকেই স্বপ্ন ছিল নিজে প্রতিষ্ঠিত হব। কিছু একটা করব। নিজের ইনকাম দিয়ে চলবে। ক্লাস সিক্স থেকে স্বপ্নটা আরো প্রবল হতে শুরু করে। তখন শুধু চেষ্টা করতাম। ভাবতাম কীভাবে উদ্যোক্তা হওয়া যায়। যখন অবসর সময় পেতাম, তখন ইউটিউব দেখতাম কীভাবে বিজনেস শুরু করা যায়।”

সে ব্যবসাটাকে আরও বড় করার চেষ্টা করছে। ব্যবসাতেই নিজের ক্যারিয়ার গড়তে চায়।

নিজের স্বপ্ন নিয়ে আব্দুল্লাহ আরও বলে, "এই ব্যবসাটাই ধরে রাখতে চাই। স্বপ্ন অনেক বড় ব্যবসায়ী হব।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com