আর্তের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ শিশুদের

আর্তের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ শিশুদের

রংপুরে হাত খরচের টাকা জমিয়ে অসহায় দুই নারীকে ছাগল কিনে দিয়েছে কয়েক জন শিশু।

রংপুরের গংগাচড়া উপজেলায় মহিপুর চরাঞ্চলে তারা ছাগলগুলো শর্ত সাপেক্ষে হস্তান্তর করে। শর্ত হিসেবে বলা হয়, ছাগলের প্রথম একটি বাচ্চা ফেরত দিতে হবে। যেটি দিয়ে সাহায্য করা হবে নতুন কাউকে। 

'ইন্টারেক্ট ক্লাব অফ রংপুর' নামের একটি ক্লাবের সদস্যরা এই উদ্যোগটি গ্রহণ করে। এটি তত্ত্বাবধান করে 'রোটারি ক্লাব অব রংপুর'।

ক্লাব প্রেসিডেন্ট ওয়াফা রাইদা রাবাব হ্যালোকে বলে, "করোনাকালে স্কুল বন্ধ থাকলেও আমরা অভিভাবকের কাছ থেকে হাত খরচের টাকা নিয়েছি। সেটাই সঞ্চয় করি। সেই সঞ্চিত অর্থ থেকে আমরা দুটি ছাগল ক্রয় করি। এটি একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ওই এলাকার দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সক্ষম হব আশা বলে করি।"

ছাগল হস্তান্তরের সময় সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিল।    

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com