চলছে পূজার শেষ মূর্হতের প্রস্তুতি (ভিডিওসহ)

দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা, ব্যস্ত পূজা উদযাপন কমিটি।
চলছে পূজার শেষ মূর্হতের প্রস্তুতি (ভিডিওসহ)

বাগেরহাট জেলার নাগেরবাজার সার্বজনীন মন্দির ঘুরে দেখা যায় সেখানে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে শেষ মূর্হুতের প্রস্তুতি।

পুজাকে ঘিরে শিশুরাও মেতে উঠেছে পুজার আনন্দে। তারা শেষ সময়ের প্রস্তুতি দেখতে ভিড় করছে মণ্ডপগুলোতে।

মণ্ডপে ঘুরতে আসা নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অন্তুর রায় হ্যালোকে বলে, "আমি জামা, জুতা কিনেছি। পূজায় অনেক মজা করব।"

গ্রিনহার্ট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বিন্দু মণ্ডল হ্যালোকে বলে, "বাবা মায়ের সাথে পূজায় ঘুরব।"

প্রতিমা শিল্পী মিলন পাল হ্যালোকে বলেন, "আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু রঙ তুলির কাজ চলছে। আজকের মধ্যে শেষ হয়ে যাবে।"

স্বেচ্ছাসেবক উজ্জ্বল কুমার মিত্র বলেন, “স্বাস্থ্যবিধি মানতে সরকার যে ধরনের নির্দেশনা দিয়েছে আমরা সেগুলো যথাযথ মানার চেষ্টা করব। বিশেষ করে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার এগুলো থাকবেই। তারপরেও তিন ফুট দূরত্ব মানার চেষ্টা করব।"

নাগেরবাজার পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ প্রদীপ কুমার দে হ্যালোকে বলেন, "আমাদের সকল কাজ প্রায় শেষ। আজকের মধ্যে সব রঙের কাজ শেষ হয়ে যাবে। সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে পূজা শুরু হবে।"

শারদীয় দুর্গাপূজা শুরু হবে ১১ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে এবং শেষ হবে ১৫ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com