দুর্ভোগ তৈরি করেছে ভাঙা সড়ক (ভিডিওসহ)

কুড়িগ্রামে ভাঙা সড়ক নিয়ে ভোগান্তির অভিযোগ করেছে এলাকাবাসীর। 
দুর্ভোগ তৈরি করেছে ভাঙা সড়ক (ভিডিওসহ)

রাজারহাট উপজেলার প্রধান বাজারের সড়কটি আড়াই মাস ধরে ভাঙা অবস্থায় রয়েছে। যেটি নিয়ে ভুগতে হচ্ছে বলে জানান তারা। বাজারে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় প্রতিনিয়ত অনেকের যাতায়াত এই সড়ক দিয়েই। বাজারের ক্রেতা, বিক্রেতারা ক্ষুব্ধ এটি সংস্কার না হওয়ায়।

সরেজমিনে দেখা যায়, তিস্তারোড মোড় থেকে কুড়িগ্রাম যাওয়ার অটোস্ট্যান্ড মোড় পর্যন্ত প্রায় ১০০ ফুটের বেশি ভাঙা সড়কটি। বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরো শোচনীয় পর্যায়ে চলে যায়। গর্তগুলোতে পানি জমে থাকে আর কাদা তো রয়েছেই। ভাঙা সড়কের জন্য প্রতিদিনই যানজটের সৃষ্টি হয় এখানে।

বাজারের একজন বিক্রেতার সঙ্গে কথা হয় হ্যালোর। তিনি বলছিলেন, “এই রাস্তাটা খুব জরুরিভাবে সংস্কার করা দরকার। কারণ রাস্তার মোড় এখানে। এই গর্তে গাড়ি আটকে যায়। কখনো কখনো গাড়িও ভেঙে পড়ে এখানে।"

কিছুদিন আগে সড়কে কিছু বালি ও ইট দেওয়া হয়, তবে তা তেমন কোনো কাজে আসেনি। ভারি মালবাহী আন্ত:জেলা ট্রাক চলাচল করায় এই সংস্কারে তেমন কোনো উন্নতি হয়নি বলেও তাদের অভিযোগ।  কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বললে তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com