আবার স্কুলে ফিরল সুবিধাবঞ্চিত শিশুরা (ভিডিওসহ)

দীর্ঘ বন্ধের পর আবার নতুন করে স্কুলে ফিরল অ আ ক খ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা।
আবার স্কুলে ফিরল সুবিধাবঞ্চিত শিশুরা (ভিডিওসহ)

১২ সেপ্টেম্বর প্রথম ধাপে স্কুল-কলেজ খুলে দেওয়ার পর অন্য স্কুলের শিক্ষার্থীদের মতো আবার স্কুলে ফিরল ঢাকার সাভারের নিরিবিলি বস্তির সুবিধাবঞ্চিত এই শিশুরা।

সুরক্ষা বিধির মেনে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে সেজন্য স্কুলে হ্যান্ডওয়াশ ও পানির ব্যবস্থা রাখা হয়। সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে ক্লাসে অংশ নেয় শিশুরা।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উম্মে হানি বিথী বলে, “অনেক দিন পর আবার স্কুলে আসছি। সবার সঙ্গে দেখা হলো আমার খুব ভালো লাগছে।”

মহরম মিয়া নামের তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, “আবার স্কুলে এসে খেলাধুলা করছি। আমি খুব খুশি।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বলে, “এতদিন বাড়িতে ভালো ভাবে পড়াশোনা করতে পারিনি। আবার স্কুল খুলল, সবার সাথে দেখা হলো। স্যার ম্যাডামরা এখন ভালোভাবে পড়া বুঝিয়ে দিতে পারবেন।”

নতুন করে সন্তানদের স্কুলে পাঠিয়ে আবার স্বপ্ন দেখছেন অভিভাবকরাও।

প্রথম শ্রেণির শিক্ষার্থী আলালের মা বলেন, “মেলাদিন স্কুল বন্ধ থাকায় পড়ালেহার অনেক ক্ষতি হয়েছে। আবার সন্তানদের স্কুলে পাঠিয়েছি। অনেক ভালো লাগছে।”

অ আ ক খ স্কুলের সহকারী শিক্ষক আন্নিকা আক্তার বলেন, “যেহেতু এটা সুবিধাবঞ্চিতদের স্কুল তাই স্বাভাবিকভাবে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা ছিল। মহামারির কারণে বেশ কিছু শিক্ষার্থী হারিয়েছি। আবার স্কুল চালু হয়েছে সব শিক্ষার্থীদের দেখে খুব ভালো লাগছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com