শিক্ষার্থীদের সমাগমে প্রাণবন্ত শিক্ষাপ্রতিষ্ঠান (ভিডিওসহ)

দীর্ঘ দেড় বছর পর ক্লাস শুরু হওয়ায় সারাদেশের স্কুলগুলো প্রাণ ফিরে পেয়েছে।
শিক্ষার্থীদের সমাগমে প্রাণবন্ত শিক্ষাপ্রতিষ্ঠান (ভিডিওসহ)

রংপুর শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও দ্য মিলিনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ ঘুরে দেখা যায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ক্লাস।

দীর্ঘদিন পরে স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরাও। হ্যালোকে জানায় তাদের অনুভূতির কথা।

ক্যান্টনমেন্ট পাবলিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা হ্যালোকে বলেন, “স্কুল খোলায় আমরা খুবই আনন্দিত। শিক্ষকরা অনেক অনুপ্রেরণা দিয়েছে আমাদের। স্কুল থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। যা আমাদের খুব ভালো লেগেছে।”

যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা ।

ক্যান্টনমেন্ট পাবলিকের দ্বাদশ শ্রেণির আরও এক শিক্ষার্থী শানীন বলে, স্বাস্থ্যবিধি মানার দিকে স্কুল কতৃপক্ষ বিশেষ গুরুত্ব দিয়েছে। “কখনো ভাবিনি আমরা সকলে আবার এক সাথে ক্লাস করতে পারব। সত্যি খুব ভালো লাগছে স্কুলে এসে।”

শিক্ষকরাও দীর্ঘদিন পরে ক্লাসে ফিরতে পেরে খুশি।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক আসিফ নেওয়াজ হ্যালোকে বলেন, “দীর্ঘদিন পর স্কুল খোলায় আমরা ভেবেছি শিক্ষার্থীদের উপস্থিতি কম হবে। তবে আজ সকল শিক্ষার্থীই এসেছে এবং সকলেই খুব আনন্দিত।”

জানা যায়, এসএসসি ২০২১ ও ২০২২, এইচএসসি ২০২১ এবং ২০২২ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে। আর বাকিরা সপ্তাহে একদিন করে ক্লাস করবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com