খুশি শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধি মানার প্রত্যয়

মহামারির দীর্ঘ ছুটির পর স্কুল খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
খুশি শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধি মানার প্রত্যয়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয়ের কার্যক্রম চলছে। প্রবেশ পথে রাখা হয় তাপমাত্রা মাপার যন্ত্র, সাবান, পানি ও জীবাণুনাশক। বিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ।

বায়জিদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী হ্যালোকে বলে, "দীর্ঘ সময় পর স্কুলে ফিরতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি পরবর্তী সময়গুলো আমাদের জন্য স্বাভাবিক থাকবে এবং কোনো ভয় ছাড়াই আমরা স্কুলে আসতে পারব।"

রিফাহ্ তামান্না রিতু নামে আরেক শিক্ষার্থী বলে, "আমি স্কুলে প্রবেশের সময় আমার তাপমাত্রা মাপা হয়, তারপর আমি হাত পরিষ্কার করি। শ্রেণিকক্ষে দূরত্ব বজায় রেখে বসেছি।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিনুর রহমান লিংকন বলেন, "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রকার নীতিমালা মেনে বিদ্যালয় পরিচালনা করার জন্য। আমরা শ্রেণি কক্ষকে ভাগ ভাগ করে বিভিন্ন শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনা করব। ফলে সবার শারীরিক দূরত্বও বজায় থাকবে। আমরা ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য মাস্ক প্রদান করব বিদ্যালয় থেকে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com