শেষ হলো সাতক্ষীরায় হ্যালোর কর্মশালা

সনদ বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় শেষ হলো হ্যালোর দু'দিন ব্যাপী কর্মশালা।
শেষ হলো সাতক্ষীরায় হ্যালোর কর্মশালা

শনিবার সমাপনী দিনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিশুদের শেখানো হয়। এছাড়াও শিশু আইন, জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কেও আলোচনা করা হয়।

সমাপনী দিনে জেলা প্রশাসক শিশুদের হাতে সনদ তুলে দেন। এ সময় শিশুরাও জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, "শিশুদের অধিকার, সাফল্য, সম্ভাবনা এসব তুলে ধরার জন্য এ ধরনের কার্যক্রম শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে যথেষ্ঠ সহায়ক। প্রধানত পড়াশোনা করতে হবে পাশাপাশি শিশু সাংবাদিকতার মতো সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেয়া যেতে পারে। তাতে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। শিশু সাংবাদিকদের এ কাজে শুরু থেকেই বস্তুনিষ্ঠ-সত্যনিষ্ঠ হতে হবে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

নতুন আবেদন করা শিশুদের প্রশিক্ষণের আওতায় আনার ধারাবাহিকতায় কর্মশালাটি আয়োজন করে বিশ্বে শিশু সাংবাদিকতায় প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই আয়োজনে সহযোগিতা করে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ। কর্মশালায় জেলার ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com