ক্লাসে ফেরা নিয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের (ভিডিওসহ)

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে আনন্দিত শিক্ষার্থীরা। উৎকণ্ঠা নয় বরং উচ্ছ্বাসই দেখা যাচ্ছে তাদের মধ্যে।
ক্লাসে ফেরা নিয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের (ভিডিওসহ)

দীর্ঘ আঠারো মাস পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবারো জমে উঠবে আড্ডা, দেখা হবে বন্ধু আর প্রিয় শিক্ষকদের সাথে, লেখাপড়ায় আসবে গতি।

বাগেরহাটের ফাহিম শেখ নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী হ্যালোকে বলে, “আমি স্কুলে গিয়ে বই পড়ব, বন্ধুদের সাথে খেলব, স্যার- ম্যাডামদের অনেক দিন পরে দেখব, তাদের সাথে কথা বলব।”

রবিউল ইসলাম সাগর নামের আরেক শিক্ষার্থী বলে, “স্কুলের প্রথম দিন খুব আনন্দে কাটবে। কেননা প্রায় দেড় বছর পর শিক্ষক আর বন্ধুব বান্ধবের সাথে দেখা হবে।”

এই উচ্ছ্বাসকে ছাপিয়ে মহামারির ভয়ও জায়গা করতে পারেনি তাদের মনে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করলে এতে ভয়ের কিছু নেই বলে জানায় তারা।

জয়তু পাল নামের নবম শ্রেণির একজন শিক্ষার্থীর সাথে কথা হয় হ্যালোর। সে বলে, “আমার স্কুলে যেতে কোনো ভয় নেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলে যাব এবং আমার মনে হয় স্কুল খুব আনন্দেই কাটবে।”

কথা হয় উচ্চ মাধ্যমিকে পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গেও। তার কলেজে যেতে কোনো ভয় নেই বরং সে কলেজে ফিরতে আগ্রহী। সে হ্যালোকে বলে, “সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করলে ভয়ের কিছু নেই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com