শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে স্কুল

খোলার ঘোষণা আসায় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে স্কুল। শ্রেণিকক্ষ, আঙিনা পরিচ্ছন্ন করছে কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে স্কুল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষসহ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ভেঙে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র মেরামত করা হচ্ছে।শৌচাগার ও বেসিনে দেওয়া হচ্ছে জীবাণুনাশক। 

বিদ্যালয় আঙিনায় আরও দুটি জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও তাপমাত্রা পরিমাপক যন্ত্র, হাতে ব্যবহারের জীবাণুনাশক ও সচেতনতামূলক ব্যানার লাগানোর প্রস্তুতিও চলছে। দূরত্ব বজায় রেখে যাতে শিক্ষার্থীরা বসতে পারে তাই সেভাবেই বিন্যাস করে সাজানো হচ্ছে কক্ষ। 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জীবন কুমার সাহা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা ৬০ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি। বাকি কাজগুলো আগামী ১০ তারিখের মধ্যে সব কাজ শেষ হবে বলে আমি আশাবাদী।"

সহকারী প্রধান শিক্ষক কাছিদা খাতুন রোজি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমেই আমরা শিক্ষকদের নিয়ে একটা কমিটি গঠন করেছি যাতে করে সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com