অবসরে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা (ভিডিওসহ)

দীর্ঘ এই অবসরে নিজেকে চিত্রাঙ্কনে দক্ষ করে তোলার চেষ্টা করছে দশম শ্রেণিতে পড়ুয়া অন্তর কুমার সেন নামের এক কিশোর। সে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
অবসরে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা (ভিডিওসহ)

দিনের কোনো নির্দিষ্ট সময় নয়, মন চাইলেই ছবি আঁকতে বসে যায় অন্তর। রঙ তুলিতে কারো অবয়ব কিংবা কোনো দৃশ্য এঁকে ফেলতে পারে মূহুর্তেই।

সে হ্যালোকে জানায়, অনলাইনে নিয়মিত ক্লাস করার পাশাপাশি বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সে। বই পড়তেও ভালোবাসে। এছাড়াও কম্পিউটারে শিখছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। চেষ্টা করে ঘরের নানা কাজ করতে।

এসবের পাশাপাশি বাবা-মায়ের সাথেও ভালো সময় কাটানোর চেষ্টা করে অন্তর। বাবার সাথে টেলিভিশন দেখা আবার মায়ের সাথে রান্নায় সাহায্য করা তার ঘরবন্দি সময়ের অন্যতম একটি কাজ।

অন্তর হ্যালোকে বলে, “আমি চেষ্টা করি ঘরবন্দি সময়টা কাজে লাগাতে। এখন অনেক সময় পাচ্ছি, তাই এই সময়টা নিজের দক্ষতা বাড়ানোর একটা সুযোগ করে দিয়েছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com