ই-কমার্সের সুফল: বাড়ছে উদ্যোক্তা (ভিডিওসহ)

ই-কমার্স ও এফ-কর্মাসের প্রসারের ফলে দেশে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা।
ই-কমার্সের সুফল: বাড়ছে উদ্যোক্তা (ভিডিওসহ)

অনেক শিক্ষার্থীই এই সুযোগকে কাজে লাগাচ্ছেন। তেমনই একজন বীথি রায়। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী অনলাইনে পোশাক বিক্রি করছেন।

বীথি বলে, “নারীরা চাইলেই অনেক কিছু করতে পারে। আর এই সময়ে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব। অনলাইনে ব্যবসার কাজ করছি বছর খানেক ধরে। এরমধ্যে ভালোই রেস্পন্স পেয়েছি।”

বীথির মতই ই-কমার্সের সাহায্যে স্বাবলম্বী হবার চেষ্টা করছেন দিনাজপুরের জারিন শামিমা নামের এক শিক্ষার্থী। তিনি অনলাইনে প্রসাধনী বিক্রি করেন।

জারিন বলে, “২০২০ সালটা সারাদিন বাসায় বসেই ছিলাম। সারাদিন এমনিতেই অনলাইনে থাকা হয়। আমি যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করি সেহেতু ভাবলাম ইউনিক আর কম মূল্যের প্রোডাক্ট তো আমিও বিক্রি করতে পারি। এভাবেই কাজ শুরু করা।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com