গ্রামে ঈদ করতে না পারার আক্ষেপ

গ্রামে ঈদ করতে না পারার আক্ষেপ

গ্রামে ঈদ করতে না পেরে মন খারাপ আট বছর বয়সী আদি ও তিন বছর বয়সী পিংকের। তারা দুই ভাইবোন।

মহামারি করোনাভাইরাসের জন্য ঢাকাতেই ঘরবন্দি ঈদ কেটেছে তাদের।

প্রতি বছর ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাগেরহাট যাওয়া হলেও এবার তাতে বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস পরিস্থিতি। তাই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। 

আদি হ্যালোকে বলছিল, বাগেরহাটে গেলে তার অনেক আনন্দ হয়। আত্মীয়-স্বজনের সাথে দেখা করে। তাদের খুব ভালো ঈদ কাটে। কিন্তু এইবার যেতে পারেনি বলে মন খারাপ তার।

পিংক বলে, “আমার অনেক মন খারাপ আমি বাগেরহাটে যেতে চাই। আমার আর বাসায় ভালো লাগে না। আমি ঘুরতে যেতে চাই।”

আদি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ছোট্ট পিংক এখনো স্কুলে ভর্তি হয়নি। তারা রাজধানীর মিরপুরে বাস করে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com