মাসুদ রানার খামারি হয়ে ওঠার গল্প (ভিডিওসহ)

শত চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি। তাই স্বাবলম্বী হতে চালু করেছেন গরুর খামার।
মাসুদ রানার খামারি হয়ে ওঠার গল্প (ভিডিওসহ)

অক্লান্ত পরিশ্রম করে সিরাজগঞ্জের কামাখন্দ উপজেলার বীরভদ্রঘাটের মাসুদ রানা হয়ে উঠেছেন একজন খামারি।

হ্যালোর সঙ্গে কথা হলে তিনি জানান, ২০১৮ সালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করার পর সরকারি চাকরির পেছনে অনেক ছুটেছেন তিনি।

তার স্বপ্ন ছিল সরকারি চাকরির। কিন্তু সেটা যখন অসম্ভব হয়ে উঠে তখন বিভিন্ন উদ্যোক্তাদের দেখে খামারি হয়ে উঠার উদ্যোগ নেন। পাঁচটি গরু কিনে পালন করা শুরু করেন।

মাসুদ রানা হ্যালোকে বলেন, “এখান থেকে ভালো আয় হচ্ছে। আমি এই খামার আরও বড় করতে চাই। ভবিষ্যতে ইচ্ছা আছে মাছ চাষ করার এবং এর পাশাপাশি হাঁস পালনের।”

নিজেদের জমিতে গরুর জন্য ঘাস লাগিয়েছেন। সেই ঘাস কাটা থেকে শুরু করে, গরুর পরিচর্যা সবই করেন নিজ হাতে। আসন্ন ঈদ-উল-আযহা কে কেন্দ্র রেখে প্রস্তুত করছেন তার গরুগুলোকে।

তবে মহামারির কথা ভেবে কিছুটা লোকসানের ভয় পাচ্ছেন তিনি। যদি এবারের গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আরো গরু কিনে খামার বড় করার পরিকল্পনা করছেন এই তরুণ। খামারে এখন ১১টি গরু রয়েছে।

মাসুদ রানা মনে করেন, পরিশ্রম করলে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com