তরুণ উদ্যোক্তার খামার (ভিডিওসহ)

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়াকেই যৌক্তিক মনে করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার জাকির হোসেন নামের এক শিক্ষার্থী।
তরুণ উদ্যোক্তার খামার (ভিডিওসহ)

উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাসগাতীতে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন ছোট গরুর খামার।

গরুর জন্য ঘাস কাটা থেকে শুরু করে ঘাস খাওয়ানো সব কাজ একা করেন তিনি।

জেলার বেলকুচি সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সম্মান তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী গত বছর মহামারি শুরুর পর খামার করার পরিকল্পনা নেন।

খামার শুরুর পরিকল্পনা সম্পর্কে তিনি হ্যালোকে বলেন, “আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষার্থী। আমার অনেক বন্ধু পড়ালেখার পাশপাশি চাকরি ও বিজনেস করে। ভাবলাম আমারও কিছু করা দরকার। আমাদের যেহেতু আগে থেকে এক/দুইটা গরু ছিল। তখন চিন্তা করলাম গরু পালন করি।”

ইউটিউবে তরুণ উদ্যোক্তাদের দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানালেন।

একটি-দুটি করে এখন তার খামারে রয়েছে নয়টি গরু। আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে প্রস্তুত করেছেন তার গরুগুলোকে।

খামারের সমস্ত কাজ একাই করেন জাকির। তিনি বলেন, “কষ্ট করলে কেষ্ট মিলে। আমি মনে করি কোনো কিছুর সাথে লেগে থাকলে সফল হওয়া যায়।”

তার স্বপ্ন একদিন অনেক বড় খামারি হবেন। থাকবে অনেক গরু।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com