নারীর প্রজনন স্বাস্থ্য আটকে গেছে দরিদ্রতার জালে (ভিডিওসহ)

সচেতনতা, প্রয়োজনীয় তথ্যের অভাব ও আর্থিক সঙ্গতি না থাকায় দেশের অনেক নারীই ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন না।
নারীর প্রজনন স্বাস্থ্য আটকে গেছে দরিদ্রতার জালে (ভিডিওসহ)

প্রজনন স্বাস্থ্য ও এ বিষয়ে সচেতনতার বিভিন্ন দিক নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় কয়েকজন নারীর।

নিম্নআয়ের সেই নারীদের সঙ্গে আলাপচারিতায় জানা যায় সামর্থ্য না থাকায় তারা ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন না। স্যানেটারি প্যাড বেশির ভাগ নারীর কাছেই এখনো বিলাসিতা।  তাদের অনেকে প্যাডের বদলে পুরনো কাপড় ব্যবহার করেন। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশেও থাকার সুযোগ নেই অনেকের।

এ ব্যাপারে জেসমিন নামে এক শ্রমজীবি নারী (৩৫) বলেন, আর্থিক অনটনের কারণে স্যানিটারি প্যাড ব্যবহার করেন না। যদিও এতে তার নানান অসুবিধা হয়।

জোসনা (১৮) নামে আরেকজন তরুণী সঙ্গেও কথা হয়। তিনি গৃহকর্মীর কাজ করেন। জানান, যদি কোনো বাসা থেকে স্যানিটারি প্যাড দেয় তবেই তিনি ব্যবহার করেন। অন্যান্য সময়ে কাপড় ব্যবহার করেন, এতেই তিনি অভ্যস্ত।

নারীর প্রজনন স্বাস্থ্যের এই বিষয়গুলো নিয়ে ওয়াটার এইড এক গবেষণা পরিচালনা করে।

২০২০ সালে প্রকাশিত ওই গবেষণা থেকে জানা যায়, নিম্ন আয়ের পরিবারের নারী ও কিশোরীদের অধিকাংশই স্যানিটারি প্যাড ব্যবহার করে না। দেশের ৬৪ শতাংশ কিশোরী তাদের প্রথম ঋতুস্রাবের আগে এই শারীরিক পরিবর্তনের কথা শুনেনি।

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, যে নারীরা পুরোনো কাপড় ব্যবহার করেন তাদের মধ্যে মাত্র ২০ ভাগ সেটিকে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার করার চেষ্টা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com