'গাছ পরম বন্ধু' (ভিডিওসহ)

'গাছ পরম বন্ধু' এই সত্যকে ধারণ করে দশ বছর বয়স থেকেই গাছ লাগানো শুরু করে রাইয়্যান মীর নামের এক কিশোর।
'গাছ পরম বন্ধু' (ভিডিওসহ)

সিরাজগঞ্জের ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই শিক্ষার্থী নিজের বাড়ির আঙিনায় ফুল ও ফলের বাগান গড়ে তুলেছে।

স্কুল বন্ধ থাকায় বাগানে এখন আগের চেয়ে অনেক বেশি সময় দিতে পারে বলে জানায় সে।

রাইয়্যান হ্যালোকে বলে, “আমি ছোটবেলা থেকে গাছ রোপণ করতে পছন্দ করি। আর এখন স্কুল বন্ধ তাই আরও গাছ লাগিয়েছি।”

দিনের বেশির ভাগ সময় এখন গাছের পরিচর্যা করেই কাটে তার। তার বাড়ির আঙিনা সেজেছে গাছে গাছে। আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে তার বাগান।

সে হ্যালোকে বলে, “আমার বন্ধুরা এখন বাসায়ই আসে। আমরা বাগানে বসেই গল্প করি, আড্ডা দেই।”

বেলি, হাসনাহেনা, শিউলি, গোলাপ, কামিনী, মাধবীলতা ও নানা প্রজাতির পাতা বাহারের গাছ দেখা যায় তার বাগানে। এর পাশাপাশি রয়েছে লেবু, লটকন, আম, কাঁঠালসহ নানা ফলের গাছ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com