গাইবান্ধার লকডাউন পরিস্থিতি (ভিডিওসহ)

কঠোর লকডাউনে গাইবান্ধায় প্রশাসন ও সাধারণ মানুষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
গাইবান্ধার লকডাউন পরিস্থিতি (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, শহর জন মানব শূন্য হয়ে আছে। বন্ধ সমস্ত দোকানপাট ও মার্কেট। শহরের প্রধান প্রধান সড়কগুলো ছিল যানবাহনহীন। রেল স্টেশনও ছিল ফাঁকা। রাস্তায় কিছু কিছু রিকশা চলতে দেখা গেলেও বেশির ভাগই জরুরি প্রয়োজনে চলছিল।

প্রশাসনের পাশাপাশি সচেতন রয়েছে সাধারণ মানুষও। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হচ্ছেন সাধারণ মানুষ।

কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আসাদুজ্জামান রেজভী সরকার নামে একজন বলেন, “লকডাউন চলছে। আমরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। যদিও বের হই তাহলে স্বাস্থ্যবিধি মেনেই বের হই।”

শাহরিয়ার বসির নামের আরেক ব্যক্তি বলেন, “বাসায় আছি, নিরাপদে আছি। সুস্থ আছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com