‘পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা নয়’ (ভিডিওসহ)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় দুশ্চিন্তা বাড়ছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা।
‘পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা নয়’ (ভিডিওসহ)

দিন যতই ঘনাচ্ছে অনিশ্চিয়তায় যেন ততই বাড়ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েও অনেকের মনে ঘুরছে নানা প্রশ্ন।

তবে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা না করে শিক্ষার্থীদের এ সময়টা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নটরডেম কলেজের প্রভাষক রবিউল আউয়াল।

ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন তিনি।

রবিউল আউয়াল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই সময় যতটা সম্ভব পরিবারের সাথে থাকতে হবে, পরিবারকে সময় দিতে হবে।

“তোমরা হতাশ হবে না। বরং নিজের ভালো লাগে এমন কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পার।”

তিনি আরও বলেন, “সারাক্ষণ পড়াশোনা করতে হবে তা না, শিক্ষার্থীরা এমন কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারে যা তার সৃজনশীলতার বিকাশ ঘটাবে বা ভবিষ্যত ক্যরিয়ারে দক্ষতা বাড়াবে। তারা চাইলে, গ্রাফিক্স ডিজাইন, এম এস ওয়ার্ড, এক্সেল ইত্যাদির ব্যবহার শিখতে পারে।”

এছাড়া সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলোই যদি ভালো ভাবে পড়ে সেটাই আপাতত এই সময়ের জন্য পর্যাপ্ত হবে বলে তিনি মনে করেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, “যেহেতু হাতে সময় আছে যাদের শর্ট সিলেবাসের প্রস্তুতি শেষ, সে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। সে ক্ষেত্রে সে প্রথমে তার সংশ্লিষ্ট বিভাগের বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখতে পারে। এতে কেমন প্রশ্ন পরীক্ষায় আসে সে সম্পর্কে তার ধারণা হবে, উচ্চমাধ্যমিকের সিলেবাসের সাথে কী কী মিল আছে আর অতিরিক্ত কী কী তাকে পড়তে হবে সে ব্যাপারে ধারণা পেয়ে যাবে।”

তবে পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের উপর হবে তাই ভর্তি পরীক্ষার জন্যও আপাতত সেই সিলেবাস থেকেই পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com