স্কুল বন্ধ: শ্রমে ঝুঁকছে শিশুরা (ভিডিওসহ)

স্কুল বন্ধ: শ্রমে ঝুঁকছে শিশুরা (ভিডিওসহ)

মহামারিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় দিনমজুরের কাজ করছে শিশুরা।

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে গিয়ে দেখা যায়, দিনমজুর হিসেবে ধান কাটছে তারা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পাশাপাশি বাড়িতেও কাজ করে তারা। ধান কাটা থেকে শুরু করে ধান শুকানো, খড় শুকানোর কাজ করতেও দেখা যায় তাদের।

বৈরাতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শামীম হাসান বলে, "এখন স্কুল বন্ধ তাই আমি দিন হাজিরা ২০০ থেকে ২৫০ টাকায় ধান কাটার কাজ করছি।"

একই উপজেলার পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কেয়া রাণী বলে, "করোনার তানে স্কুল বন্ধ, ওই তানে বাড়িত পড়িবাহ পারি না। বাড়িত কাছ করেছি, ধান কাটি, খেড় শুকায়, ধান শুকায়।"

দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় আগের মতো মনোযোগ নেই বলে বলছেন অভিভাবকরা।

হরিপ্রসাদ বর্মন নামে একজন অভিভাবক বলেন, "লম্বা লকডাউনের তানে ছোওয়াগুলা কাথাই শুনে না। বই টই পড়িবাহ কহিলে পড়েই না।"

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com