কাজ অভিন্ন হলেও নারীর মজুরি অর্ধেক (ভিডিওসহ)

ধান ক্ষেতে পুরুষের পাশাপাশি নারীরা সমান কাজ করলেও মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
কাজ অভিন্ন হলেও নারীর মজুরি অর্ধেক (ভিডিওসহ)

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বেশ কিছু ফসলের মাঠ ঘুরে এমন চিত্রই দেখা যায়।

নারী ও পুরুষ সমান কাজ করলেও পুরুষ দিনে ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি পাচ্ছেন আর সেখানে নারীরা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা।

ধানকাটা শ্রমিক জ্যোৎস্না রাণীর স্বামী অসুস্থ। তার সংসার চলে দিন মুজরির টাকায়। এই টাকায় স্বামীর চিকিৎসা ও সংসার চালাতে কষ্ট হয় বলে জানান তিনি।

তিনি হ্যালোকে বলেন, "হামা সাকাল থেকে সন্ধ্যা কাজ করেছি তাহো টাকা একই দেছে।"

শনি বালা নামের আরেক ধানকাটা শ্রমিক জানান, মজুরির বৈষম্যে তার নিদারুণ কষ্টের কথা।

তিনি হ্যালোকে বলেন, "ধান কাটেছি, ধান ওবাছি ব্যাটা ছোওয়ার মতনে কষ্ট হছে। কাজ তো একে, ব্যাটা ছোওয়ালাক দেছে ৬০০ থেকে ৭০০ আর হামাক দেছে ৩০০।"

ধানকাটা শ্রমিক ফুলবাসী জানান, ধান মাথায় তুলে বাড়ি পোঁছে দিলেও তাদের পুরুষদের সমান মজুরি দেওয়া হয় না।

তিনি হ্যালোকে বলেন, "তোরঠে কহে কি হবে বায়। গেরস্তওলা টাকা কম দেছে এলা কি করিম।"

নারী পুরুষের এই মজুরি বৈষম্য দূর হোক এমনটাই প্রত্যাশা নারী শ্রমিকদের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com