জগদল রাজবাড়ি (ভিডিওসহ)

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তীরনই নদীর মিলনস্থলে ছোট একটি রাজবাড়ি রয়েছে। এটা জগদল রাজবাড়ি নামে পরিচিত।
জগদল রাজবাড়ি (ভিডিওসহ)

জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ।

বর্তমানে রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।  রাজবাড়ি থেকে প্রায় একশ মিটার পশ্চিমে নাগর নদীর পাড়ে একটি মন্দির ছিল যা আজ সম্পূর্ণ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়।

এই পুরাকীর্তি দেখতে প্রতিদিনই নানা বয়সী মানুষ এখানে আসে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, “দুই ঈদ ছাড়াও পহেলা বৈশাখেও এখানে প্রচুর মানুষ আসে। এই রাজবাড়ি ঘুরে ফিরে দেখেন।”

জগদল রাজবাড়িতে পরিবারের সাথে ঘুরতে এসেছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম। ও বলে, “এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, অনেক পুরাতন নকশা দেখলাম।”

আরিফুলের মা হ্যালোকে বলেন, “আমরা স্বাস্থ্যবিধি মেনেই এখানে ঘুরতে এসেছি। অনেকদিন ঘরে থেকে এখানে আসার পর শিশুরাও মানসিক ভাবে একটু প্রশান্তি পাবে।”

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে ইজিবাইকে বা ভ্যানে এই রাজবাড়িতে যাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com