অনলাইনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা

সিরাজগঞ্জের শিক্ষার্থীদের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা।
অনলাইনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা

জেলার কামারখন্দের ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী মহামারির দীর্ঘ অবসরে এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী সশরীরে এবং প্রায় ১৫ জন শিক্ষার্থী বাসা থেকে অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার সাহা বলেন, "এই বন্ধের জন্য আমরা লক্ষ্য করেছি ইন্টারনেট বা মোবাইলের ভালো দিকের চেয়ে খারাপ দিকে শিশুরা বেশি ঝুঁকছে। গেইমের প্রতি আসক্ত হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এটির মাধ্যমে ছেলে মেয়েদের সাধারণ যে জ্ঞান আছে সেটি উজ্জ্বিবিত করার একটি প্রয়াস।"

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আলীম খান বলেন, "শিক্ষার্থীরা যাতে করে পড়াশোনা থেকে একদমই ঝরে না পড়ে সেটির জন্য এই কুইজ প্রতিযোগিতা একটি মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।"

বিদ্যালয়টির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক ইয়ামিন হোসেন বলেন, "শহরাঞ্চলে এই অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বা অনলাইন ভিত্তিক মেধা যাচাই শুরু হলেও গ্রামাঞ্চলে এটির ছোঁয়া এখনো লাগেনি। আমাদের বিদ্যালয়ে অত্যাধুনিক একটি ল্যাব থাকায় আমরা আরো সহজে আমাদের এই কার্যক্রমটি সফল করতে পারছি।"

প্রতিযোগিতায় প্রথম হয় প্রসাদ পাল, দ্বিতীয় রাইয়ান মীর ও তৃতীয় তন্ময় বসাক।

আয়োজন শেষে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com