৬৪ জেলায় একটি করে গাছ

দেশের ৬৪টি জেলায় একটি করে গাছ লাগানোর পরিকল্পনা সফল করেছে একদল তরুণ।
৬৪ জেলায় একটি করে গাছ

স্বপ্নদ্রষ্টা নামের একটি সংগঠনের ব্যানারে ঈদের আগে কাজ শুরু করে তারা। ২০১৭ সালে কলেজে পড়ার সময় সংগঠনটির সভাপতি নাহিদ আহসান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রুখে দিতে কাজ শুরু করেন।

নাহিদ আহসান হ্যালোকে জানিয়েছেন, তাদের পরিকল্পনা এতটুকুই নয়।

তিনি বলেন, "আমরা ৬৪ থেকে শুরু করে ১২৮, ১৯২ এভাবে গাছ লাগিয়ে যেতে চাই। প্রতি জেলা থেকে আমরা প্রতিনিধি নির্বাচন করেছি। যারা নির্বাচিত হয়েছে তাদের কিছুদিন পর পরই টাস্ক দেওয়ার মাধ্যমে আমরা লক্ষ্য পূরণ করতে আশাবাদী।"

কেউ নিজ উদ্যোগে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করে প্রমাণসহ পাঠাতে পারে তবে বৃক্ষরোপনকারীর জন্য এক হাজার টাকা সমমূল্যের বই উপহার দেয় সংগঠনটি।

গাছ রোপণ করে ছবি পাঠানোর ঠিকানা [email protected].

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com