কিশোরদের ইফতার বিতরণ (ভিডিওসহ)

কিশোরদের ইফতার বিতরণ (ভিডিওসহ)

নিজেদের জমানো টাকায় দরিদ্র মানুষের মাঝে মাস ব্যাপী ইফতার সরবরাহ করেছে ফেনী জেলার একদল কিশোর কিশোরী।

বছরের বিভিন্ন সময় নিজেরদের হাত খরচ বাঁচিয়ে এ টাকা জমিয়েছে তারা। অনেকের পরিবারও তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে বলে জানায় তারা।

এ দলের ওয়ালিদ বিন আবদুল্লাহ হ্যালোকে বলে, “আমাদের এই ইফতার বিতরণের ফান্ডিং আসতেছে আমাদের সকঅ সদস্যদের জমানো টাকা থেকে। অনেকে আবার পরিবার থেকে কিছু টাকা সংগ্রহ করে দিচ্ছে। আমাদের কিছু শুভাকাঙ্খীরা আমাদের সহযোগিতা করে যাচ্ছে।”

ফেনী শহরের রাস্তা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় রিকশাওয়ালা, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মধ্যে মুড়ি, ছোলা, বেগুনি, খেঁজুর বিতরণ করে তারা।

দলের আরেক সদস্য শফী উল্লাহ বলে, “যারা পথে বসবাস করে, রিকশাওয়ালা, দিনমজুর, ভাসমান মানুষদের মাঝে আমরা ইফতার বিতরণ করতেছি।”

মোট ৫৫ জন কিশোর যুক্ত আছে এ কাজের সাথে। তবে মহামারির কথা মাথায় রেখে বাইরে গিয়ে ইফতার বিতরণের কাজটি করছে আট থেকে নয় জন।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com