সামনে ঈদ, বিক্রি নেই ফুটপাতে (ভিডিওসহ)

ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল যেমন খোলা রয়েছে, তেমনই নিম্নআয়েরর মানুষদের জন্য ফুটপাতের দোকানিরাও পণ্য নিয়ে বসেছেন।
সামনে ঈদ, বিক্রি নেই ফুটপাতে (ভিডিওসহ)

তবে আগের তুলনায় এবার ফুটপাতে বিক্রির পরিমাণ বেশ কম বলে জানালেন বিক্রেতারা।

সারাদিন ঠাঁই বসে থেকেও সংসার চালানোর মতো আয় হয় না বলে জানালেন কেউ কেউ।

সকাল ১০টা থেকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে ভ্যানে নানা ধরনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন রমিজ উদ্দিন। দুপুর দুইটায় কথা হয় তার সঙ্গে। তখন পর্যন্তও কোনো বিক্রি হয়নি তার।

তিনি হ্যালোকে বলেন, “ লকডাউনে বেচাকিনি নাই। অনেক কষ্টে আছি। কোনো রকমে সংসার চলে। আগে এই রমজানে যে বিক্রি হতো এখন তার কিছুই নাই।” 

পাশেই চশমার দোকান আকবর আলীর। তার অবস্থাও একই। বিক্রি নাই।

তিনি হ্যালোকে বলেন, “বিক্রি নাই তাও সারাদিন বইসা থাকি, যদি বিক্রি হয় এই আশায়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com