নারী প্রতি সহিংসতা রুখতে গ্রাফিটি

নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ফেনীর একটি দেয়ালে গ্রাফিটি করেছে কয়েকজন চিত্রশিল্পী।
নারী প্রতি সহিংসতা রুখতে গ্রাফিটি

জেলার মুহুরী লিও ক্লাবের উদ্যোগে এই গ্রাফিটি করা হয়।

শহরের পাঠান বাড়ি রোড নামের সড়কটিতে ঢোকার মুখেই চোখ আটকে যাবে পাশের দেয়ালগুলোতে। রঙিন দেয়াল জুড়ে আঁকা হয়েছে নারীর প্রতি সহিংসতার চিত্র। দেয়ালগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নারীর প্রতি হিংস্রতাকে। নারীর মনোবল বাড়াতে এবং সমাজকে সচেতন করতে সচেতনতা বার্তাও লেখা হয়েছে।

লিও ক্লাবের সভাপতি তাসিন সোবহান বলেন, “আমরা শুধুমাত্র নারী সহিংসতা নয় প্রতিকারের উপায় বা সচেতন থাকার জন্য আমরা কী করতে পারি ওই বিষয়টার উপরে জোর দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল সব বয়সী মানুষ যেন বিষয়টা দেখে, জানার চেষ্টা করে।”

নারী সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করছে এই শহরের তরুণরা।

ওয়ালিদ আবদুল্লাহ নামের এক তরুণ হ্যালোর সাথে কথোপকথনে বলে, “এই গ্রাফিটির সামনে দিয়ে যখন কেউ যায় তখন যদি কোনো মেয়েকে উত্যক্ত করার চিন্তাও থাকে গ্রাফিটির দিকে দিকে তাকালে তার সে মানসিকতা আর থাকবে না।”    

সামি ভুঁইয়া নামের আরেক তরুণ বলেন, “চলার পথে গ্রাফিটি নজরে পড়ার মাধ্যমে মানুষ আরো বেশি সচেতন হবে। আমি মনে করি সব দেওয়ালগুলোতেই এমন গ্রাফিটি করা প্রয়োজন।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com