শিশু চত্বরে নেই ক্ষুদে পাঠকরা (ভিডিওসহ)

প্রতি বছর একুশে বই মেলায় শিশু চত্বর শিশুদের পদচারণায় মুখরিত হলেও এবার চত্বর ছিল সুনসান।
শিশু চত্বরে নেই ক্ষুদে পাঠকরা (ভিডিওসহ)

মহামারির কারণে শিশু চত্বরে শিশুদের আনাগোনা একেবারে নেই বললেই চলে। বিক্রি নেই সেখানকার প্রকাশনীগুলোরও।

ক্রেতা-দর্শনার্থীদের সমাগম কম হলেও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার দুটি অংশে গুটিকয়েক মানুষদের দেখা যায়।

শিশু চত্বরের বিক্রয় প্রতিনিধি মো. সাকিব বলেন, "মাঝে মাঝে টুকটাক হচ্ছে। অনেকে তো স্টলও খুলতেছে না। শিশুদের উপস্থিতি এবার একবারেই নেই। প্রথম থেকেই করোনা পরিস্থিতির কারণে শিশুরা আসেনি। গতবার তো সিসিমপুর একটা আয়োজন করেছিল এবার তা নেই। এজন্য শিশুরাও নেই।" 

শিশুরা সবসময়ই ছড়া, গল্প, কবিতার বই ভালোবাসে। সে ধরনের বইও আছে যথেষ্ট। কিন্তু নেই শিশুরাই। মহামারির কারণে এবার অনেক অভিভাবকই সচেতন। তারা মেলায় শিশুদের খুব কম আনছেন বলেই মনে করেন বিক্রেতারা। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com