জনসচেতনতায় প্রশাসনের সঙ্গে স্কাউট

রংপুরে লকডাউন বাস্তবায়নে ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেততা বাড়াতে জেলা প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে স্কাউট।
জনসচেতনতায় প্রশাসনের সঙ্গে স্কাউট

মঙ্গলবার বিকালে রংপুরের জাহাজ কোম্পানী, পায়রাচত্ত্বরসহ বেশ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায়।

অভিযানে জেলা প্রশাসনের সাথে প্রতীকী করোনাভাইরাস আকৃতির মুকুট পড়ে বেশ কয়েকজন স্কাউট সদস্য অংশ নেয়।

স্কাউট সদস্যদের সাথে কথা  হলে তারা  জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্য সচেতন হওয়া, ভালোভাবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। এছাড়া সরকার কর্তৃক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার জন্য আমরা  প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা  বলেন, “লকডাউন নির্দেশনা মানাতে আমাদের সঙ্গে স্কাউট সদস্যরা মাঠে কাজ করছে। লোকজনের অপ্রয়োজনীয় চলাচলে মানা করছি। রংপুরে প্রয়োজনের বাইরেও মানুষজন বাইরে বের হয়েছেন আমরা তা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছি।”

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হলে বা নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com