Published: 2021-04-05 14:23:51.0 BdST Updated: 2021-04-05 14:26:11.0 BdST
বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শুরু করে রাজনৈতিক বিচরণ সবই ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার কথামালায়। কবিতা, প্রবন্ধ ও চিত্রকর্মের মাধ্যমে নানাভাবে বর্ণনা করা হয়েছে বঙ্গবন্ধুকে।
শিক্ষকদের তত্ত্বাবধানে একশোরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এই দেয়ালিকাটি প্রস্তুত করতে। শিক্ষার্থীরা বলছে, এই দেয়ালিকা তৈরির মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে তারা।
এরকম সময়ে মনোবল শক্ত রাখতে হয়: সুকুমার বড়ুয়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষের অভিজ্ঞতা স্মরণ করে অতিমারির এই অস্থির সময়ে শিশুদের মনোবল শক্ত রাখার পরামর্শ দিয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।
সাইবার দুনিয়ায় 'অনিরাপদ' শিশু
বুলিংসহ নানাভাবে সাইবার দুনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা।
বাবা মা বন্ধু হোক
মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কিন্তু প্রতিটি সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক কি বন্ধুর মতো?