Published: 2021-02-22 01:01:20.0 BdST Updated: 2021-02-22 01:01:20.0 BdST
মহামারি করোনাভাইরাসের জন্য সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করে জেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে সাতটায় পাঁচজন করে বিভক্ত হয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। আয়োজন ছিল না প্রভাত ফেরি ও আলোচনা সভার।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান শিক্ষক জীবন কুমার সাহা হ্যালোকে বলেন, "মহামারির কারণে এবার সীমিত আকারে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস। সামাজিক দূরত্ব মেনে পালন করছি দিবসটি। শহিদদের স্মরণে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি।"
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।