Published: 2021-02-22 00:43:03.0 BdST Updated: 2021-02-22 00:44:57.0 BdST
সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল হ্যালোকে বলেন, "ভাষা শহিদদের প্রতি আজকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচারণা হবে আমরা সেই প্রত্যাশা করি”।
নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি হ্যালোকে বলেন, “আমাদের দেশের ইতিহাস জানতে হবে। আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে, ভাষা শহিদদের ত্যাগের কথাটি জানতে হবে এবং জানতে হবে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে।”
শিশু-কিশোর নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের ঢল নামে শহিদ মিনারে।
বাবার হাত ধরে বেদীতে ফুল দিতে এসেছে ছয় বছর বয়সী আফনান। সে হ্যালোকে বলে, “আমরা শহিদদের স্মরণে এখানে ফুল দিতে এসেছি।"
ফুল দিতে আসা শিশু আদৃতা বর্ষা হ্যালোকে বলে, “আজ মহান মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে অনেকেই মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। আমি এখানে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য।“
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।