Published: 2021-02-09 22:30:12.0 BdST Updated: 2021-02-09 22:31:28.0 BdST
রোববার সকাল সাড়ে দশটায় জেলা সদর হাসপাতালে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক নিজে নির্ধারিত বুথে যেয়ে প্রথম টিকা গ্রহণ করেন। এরপর পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরসহ স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা টিকা নেন।
জেলার ১১০টি বুথে প্রথম দিনে এক হাজার ১ জনকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা গ্রহণের পর জেলা প্রশাসক তার প্রতিক্রিয়ায় বলেন, “টিকা গ্রহণের পর আমার অন্যরকম মনে হচ্ছে না। আমি স্বাভাবিক আছি।"
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে নিবন্ধন করে যতদ্রুত সম্ভব সবাইকে টিকা গ্রহণের আহবান জানান এই কর্মকর্তা।
সিভিল সার্জন বলেন, "প্রথম দিনেই আমি প্রাণঘাতি করোনা রোগের বিরুদ্ধে ভ্যাকসিন নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।"
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।