Published: 2021-02-09 21:57:10.0 BdST Updated: 2021-02-09 21:58:24.0 BdST
ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় দুর্গা মণ্ডপে চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ।
এখানেই কথা হয় তিন জন মৃৎ শিল্পীর সঙ্গে। মহামারির জন্য প্রতিমা তৈরির চাহিদা গত বছরের ন্যায় এবছর অনেকাংশেই কম বলে জানান তারা।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে পূজার আয়োজন করতে পারছে না বলে চাহিদা কম বলে মনে করেন মৃৎশিল্পীরা ।
৫০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেন সুরেশ রায় (৬৫)। তিনি হ্যালোকে জানান, ১৬ আনার মধ্যে ১২ আনা এবার পূজার প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন পূজার মণ্ডপগুলোতে।
১২ বছর ধরে বাবার সাথে প্রতিমা তৈরির কাজ করছে দীপঙ্কর রায় (২২)। তিনি হ্যালোকে বলেন, “ গত বছরে ৮০-৮৫ টা প্রতিমা তৈরি করছি। কিন্তু এ বছর চাহিদা কম হওয়ায় ৫০-৫৫ টা বিভিন্ন সাইজের প্রতিমা তৈরি করব।”
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।