পূজা সামনে, ব্যস্ত সময় মৃৎশিল্পীদের (ভিডিওসহ)

সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ।
পূজা সামনে, ব্যস্ত সময় মৃৎশিল্পীদের (ভিডিওসহ)

ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় দুর্গা মণ্ডপে চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ।

এখানেই কথা হয় তিন জন মৃৎ শিল্পীর সঙ্গে। মহামারির জন্য প্রতিমা তৈরির চাহিদা গত বছরের ন্যায় এবছর অনেকাংশেই কম বলে জানান তারা।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে পূজার আয়োজন করতে পারছে না বলে চাহিদা কম বলে মনে করেন মৃৎশিল্পীরা ।

৫০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেন সুরেশ রায় (৬৫)। তিনি হ্যালোকে জানান, ১৬ আনার মধ্যে ১২ আনা এবার পূজার প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন পূজার মণ্ডপগুলোতে।

১২ বছর ধরে বাবার সাথে প্রতিমা তৈরির কাজ করছে দীপঙ্কর রায় (২২)। তিনি হ্যালোকে বলেন, “ গত বছরে ৮০-৮৫ টা প্রতিমা তৈরি করছি। কিন্তু এ বছর চাহিদা কম হওয়ায় ৫০-৫৫ টা বিভিন্ন সাইজের প্রতিমা তৈরি করব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com