পড়াশোনার সুযোগ পেয়ে খুশি (ভিডিওসহ)

বাগেরহাটে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে একটি সংগঠন।
পড়াশোনার সুযোগ পেয়ে খুশি (ভিডিওসহ)

জেলার নূর মসজিদ রোডে গ্লোরি ফিউচার ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি চলতি বছরের জানুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

প্রতি শুক্রবার শিশুদের পাঠদান করায় তারা। বিকেল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তিনটি শাখায় ক্লাস নেওয়া হয়। সুবিধাবঞ্চিতদের পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারাও পড়তে আসে এখানে।

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ইমন হ্যালোকে বলে, “এখানে পড়তে আসতে আমার খুব ভালো লাগে। এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি।"

তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নুশরাত নাবিলা বলে, “এখানে পড়তে এসে আমি অনেক কিছু শিখেছি।”

জারিন তাসনিম নামে আরেকজন বলে, “প্রতি শুক্রবার আমি এখানে পড়তে আসি। আমার এখানে পড়তে মজা লাগে।"

নিজেদের খরচে চলে এই সংগঠনটি জানিয়ে স্বেচ্ছাসেবক শামীম হ্যালোকে বলেন, “ফিউচার ফাউন্ডেশন সংগঠনে  আমাদের মত আরও ২৫-২৬ জন স্বেচ্ছাসেবী সদস্য আছে যারা নিজেদের টাকায় ওদের জন্য  পিকনিকের আয়োজনও করে থাকি।"

এই সংগঠনের উদ্যোক্তা সাইদুল ইসলাম সাইদ হ্যালোকে বলেন, “আমাদের ১০০ জন সদস্য আছে যারা নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে। আমরা প্রতি শুক্রবার পড়িয়ে থাকি। এখানে অনেক বাচ্চারা আসে। তাদের পড়াশোনার দুর্বল দিকটা চিহ্নিত করে আমরা সেভাবে তাদের পড়াই। আর আমাদের এখানে যারা কাজ করে তারা সবাই তরুণ।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com