Published: 2021-01-18 16:45:14.0 BdST Updated: 2021-01-18 16:45:21.0 BdST
বিভিন্ন প্রকাশনী থেকে কম দামে বই কিনে সামান্য লাভে বই বিক্রি করেন বলে জানান তোফাজ্জল মিঞা (৪৫) নামের এক বিক্রেতা।
তিনি হ্যালোকে বলেন, “মানুষ দূর থেকে আসে এখানে। জানে কম দামে বই পাওয়া যায়। কোনো লাইব্রেরিতে গেলে এই দামে পাবে না।”
মানুষ কম দামে বই কিনে আনন্দ পায় বলে জানান ১৮ বছর ধরে এ পেশার সাথে জড়িত আব্দুল কালাম। তবে এই ব্যবসার আয় দিয়ে সংসার চালাতে তার কষ্ট হয়।
দেশের নানান জায়গা থেকে অনেক মানুষ এখানে বই কিনতে আসে। তাদের চাহিদা মতো বই দিতে পারলে ভালো লাগে বলে হ্যালোকে বলেন মোহাম্মদ হাসান (৩৮) নামের আরেক বিক্রেতা।
তিনি হ্যালোকে বলেন, “এইখানে বই বিক্রি করে যে টাকা আয় হয় তাতে সংসার চলতে চায় না। তারপরও বিক্রি করতে ভালো লাগে।”
জানা যায় প্রায় চল্লিশ বছর ধরে পুরানা পল্টনে চলছে বইয়ের এই ব্যবসা। তবে বৃষ্টির দিনে তাদের অনেক কষ্ট হয়। তাদের জন্য একটা স্থায়ী ছাউনি থাকলে ক্রেতা- বিক্রেতা সবার উপকার হতো বলে তারা মনে করেন।
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।