স্বল্প মূল্যের বইয়ের বাজার (ভিডিওসহ)

রাজধানীর পুরানা পল্টন এলাকায় ফুটপাতে ১০ টাকা, ২০ টাকায় বিক্রি হয় নতুন, পুরাতন নানা রকম বই।
স্বল্প মূল্যের বইয়ের বাজার (ভিডিওসহ)

বিভিন্ন প্রকাশনী থেকে কম দামে বই কিনে সামান্য লাভে বই বিক্রি করেন বলে জানান তোফাজ্জল মিঞা (৪৫) নামের এক বিক্রেতা।

তিনি হ্যালোকে বলেন, “মানুষ দূর থেকে আসে এখানে। জানে কম দামে বই পাওয়া যায়। কোনো লাইব্রেরিতে গেলে এই দামে পাবে না।”

মানুষ কম দামে বই কিনে আনন্দ পায় বলে জানান ১৮ বছর ধরে এ পেশার সাথে জড়িত আব্দুল কালাম। তবে এই ব্যবসার আয় দিয়ে সংসার চালাতে তার কষ্ট হয়।

দেশের নানান জায়গা থেকে অনেক মানুষ এখানে বই কিনতে আসে। তাদের চাহিদা মতো বই দিতে পারলে ভালো লাগে বলে হ্যালোকে বলেন মোহাম্মদ হাসান (৩৮)  নামের আরেক বিক্রেতা।

তিনি হ্যালোকে বলেন, “এইখানে বই বিক্রি করে যে টাকা আয় হয় তাতে সংসার চলতে চায় না। তারপরও বিক্রি করতে ভালো লাগে।”

জানা যায় প্রায় চল্লিশ বছর ধরে পুরানা পল্টনে চলছে বইয়ের এই ব্যবসা। তবে বৃষ্টির দিনে তাদের অনেক কষ্ট হয়। তাদের জন্য একটা স্থায়ী ছাউনি থাকলে ক্রেতা- বিক্রেতা সবার উপকার হতো বলে তারা মনে করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com