Published: 2020-12-31 21:23:31.0 BdST Updated: 2020-12-31 21:26:25.0 BdST
ঠাকুরগাঁওয়ের কালুপীর আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণিতে ওঠার অপেক্ষায় আছে নয় বছর বয়সী শিশু তুরজিউন বন্নি। কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, বাড়িতেই কাটছে সময়। নতুন ক্লাসে ঠিক কবে যাওয়া হবে তারও কোনো নিশ্চয়তা নেই। বাড়িতে থাকতে থাকতে যেন হাঁপিয়েই উঠেছে সে।
স্কুলের বন্ধুদের সাথে দেখা নেই অনেক দিন। তাই ঘরে বসেই কোনোভাবে পড়াশোনা চলছে ঢিলেঢালা ভাবে। মাঝে মাঝে মোবাইলে গেমস খেলা হয়। তবে সময় কাটাতে বন্নি বেছে নিয়েছে ছোটবোনকে। বাড়িতে প্রায় সারাদিনই ছোটবোনের সাথে খেলা করেই সময় কাটছে ছোট্ট বন্নির।
বন্নি বলে, “করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরে আমাদের স্কুল বন্ধ রয়েছে। তাই বাইরেও যেতে পারি না। এজন্য আমি আমার ছোট বোনের সাথে খেলা করে সময় কাটাই।”
বিগত অনেক মাস ধরেই ব্যাগ কাঁধে নিয়ে শিশুদের হেলেদুলে স্কুলে
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।