এটুআই ইনোভেশন ল্যাব (ভিডিওসহ)

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এটুআই ইনোভেশন ল্যাবকে তরুণদের স্বপ্ন পূরণের ল্যাব মনে করেন সংশ্লিষ্টরা।
এটুআই ইনোভেশন ল্যাব (ভিডিওসহ)

নবায়নযোগ্য শক্তির উন্নয়নের মাধ্যমে সমাজে সৃষ্ট সমস্যাগুলি মোকাবিলায় সক্ষম এমন উদ্ভাবনগুলো সন্ধান, ইনকিউবেট ও সেগুলোর উন্নয়ন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে এটি।

বর্তমানে সমাজের বিভিন্ন সমস্যার ডিজিটাল সমাধানের লক্ষ্যে বাংলাদেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশববিদ্যালয়ের সাথে একযোগে কাজ করে আসছে। যেখানকার শিক্ষার্থীরা বেশ কিছু প্রকল্পে ইতমধ্যে, পরামর্শদাতা হিসেবে কাজ করছে।

তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান ইমন হ্যালোকে বলেন, “ইনোভেশন ল্যাবে নতুন অনেক উদ্ভাবনী প্রোজেক্ট দেখে খুব ভালো লাগছে। এখানে অনেক কিছু শেখার আছে।”

আই ল্যাবের হেড অফ টেক ফারুক আহমেদ জুয়েল হ্যালোকে বলেন, “এটুআই ল্যাব উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সমস্যার সমাধান করে থাকে। আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্ভাবন করেছি। আমরা তরুণদের কাজে জড়িত করি তাদের চিন্তা চেতনা পরিবর্তন করার জন্য, রিসার্চ এবং ডেভলপমেন্টে দেশিয় প্রযুক্তিতে তৈরি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কার সিমুলেটর কিংবা নবজাতকের ইনকিউবেটর, সব কিছুর দেখা মিলবে এখানে।”

এখানে না আসলে বোঝা যাবে না, প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ কতটা এগিয়ে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com